জেনে নিন বিষাক্ত সোনা ব্যাঙ সম্পর্কে (ছবি সহ)

প্রকাশিত: ১২ আগষ্ট ২০১৫, ০৯:১৪ পিএম

পৃথিবীর সবচেয়ে বিষধর ব্যাঙের মধ্যে প্রথম স্থানটি অধিকার করে আছে বিষাক্ত সোনা ব্যাঙ। প্রশান্ত মহাসাগরের উপকূলে কলম্বিয়ার রেইন ফরেস্টে এদের দেখা মেলে।

প্রচুর বৃষ্টিপাত আর মাঝারি তাপমাত্রা এদের বসবাসের জন্যে উপযুক্ত। Golden poison frog প্রজাতির এই ব্যাঙগুলো লম্বায় ৫ সেন্টিমিটারের বেশি হয় না।

দেখতে খুবি ছোট্ট হয়ে থাকে এই প্রজাতির ব্যাঙ। কিন্তু দেখতে ছোট হলে কি হবে! নিজের শরীরের চেয়েও অনেকগুণ বেশি পরিমাণ খাবার এরা খেতে পারে! এজন্যই বোধহয় এদের আরেক নাম হলো খাদক ব্যাঙ।



শরীরের সোনালী চামড়াই এদের বিষের ভান্ডার। এদের বিষ এতোটাই শক্তিশালী যে, এর ১ মিলিগ্রাম ১০,০০০ ইঁদুর কিংবা ১০ থেকে ২০ জন মানুষ মেরে ফেলতে পারে।

শোনা যায় এই সোনা একটি কাপড়ের টুকরার উপড়ে দিয়ে হেঁটে গিয়েছিলো, তাঁর একটু পরে সেই কাপড়ের টুকরোটির উপর দিয়ে একটি কুকুর ও আর মুরগীও তার পিছন পিছন হেঁটে যায়। আর এর কিছুক্ষণ পরই কুকুর আর মুরগি, দুটোই মারা গিয়েছিলো।

এমনই শক্তিশালী এর বিষ! পিঠের সামান্য স্পর্শেই মৃত্যু ঘটতে পারে যে কারও।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: