বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ৫ প্রাণী (ছবি সহ) 

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৫, ০৩:৩৮ এএম

মানুষ সব সময় দ্রুততম জিনিস পছন্দ করে, যেমন: দ্রুত গাড়ি, দ্রুত কম্পিউটার ও দ্রুততম ইন্টারনেট ভালবাসেন। তাই দ্রুততম প্রাণীর প্রতিও আমাদের অনেক ভালোবাসা। পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা প্রতি ঘন্টায় ৭০ থেকে ৭৫ মাইল পর্যন্ত দৌড়াতে পারে।

যাদের এই গ্রহের সবচেয়ে দ্রুত গতির প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। নিশ্চয়ই প্রাণীগুলো সম্পর্কে জানতে ইচ্ছে করছে? তাহলে আসুন জেনে নিন বিশ্বের সবচেয়ে দ্রুততম ৫ প্রাণী সম্পর্কে:

৫। আফ্রিকান বন্য কুকুর:

আফ্রিকান বন্য কুকুর শুধুমাত্র আফ্রিকায় পাওয়া যায়। এটি একটি স্তন্যপায়ী প্রাণী। এদের আফ্রিকান শিকারি কুকুর, কেপ শিকারি কুকুর, চিতল কুকুর ইত্যাদিও বলা হয়। এই কুকুর এক ঘন্টার মধ্যে ৭১ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে।

৪। ওয়াইল্ডবেস্ট:

ওয়াইল্ডবেস্ট চারণভূমির একটি অসামান্য প্রাণী। এদের অসামান্য দুটি সিং এর জন্যই বেশি বিখ্যাত। তানজানিয়া বনের নদীর পাশেই এদের বেশি দেখা যায়। এরা ঘণ্টায় প্রায় ৮০.৫ কিমি গতিতে দৌড়াতে পারে।

৩। প্রংহর্ন:

প্রংহর্ন অত্যন্ত দ্রুত গতির স্তন্যপায়ী প্রাণী। এদের জঙ্গলের অন্য প্রাণীদের চেয়ে অনেক বেশি দ্রুততম। এরা ঘন্টায় ৮৮.৫ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে।

২। স্প্রিং বক:

স্প্রিং বক মাঝারী আকারের ও বাদামী বর্ণের প্রাণী। এদের খুব সুন্দর দুটো সিং আছে।

এই প্রাণী ঘন্টায় ৮৮.৫ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। স্প্রিং বক হরিণদের জন্য মূল আকর্ষণ ঘাসের ঝোপ৷ জ্যোতির্বিজ্ঞানীদের জন্য আকর্ষণ হলো 'সাউথ আফ্রিকান লার্জ টেলিস্কোপ' বা 'সল্ট'

১। চিতাবাঘ:

বিশ্বের সব দ্রুততম প্রাণীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রাণী হচ্ছে চিতাবাঘ। এরা বনের ভিতরে ঘণ্টায় প্রায় ১১৫ কিলোমিটার বেগে দৌড়াতে পারে।

-সূত্র: ওয়ান্ডার লিস্ট।
সম্পাদনায়: তাহমিনা শাম্মী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: