বাড়ছে সেক্স ভিডিও শেয়ার: অতঃপর যা হচ্ছে

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৫, ১২:২২ এএম

অনলাইন ডেস্ক:

প্রযুক্তিকে ব্যবহার করে সেক্স ভিডিও শেয়ার বৃদ্ধি পাচ্ছে । আর ‘সেক্সুয়াল ব্ল্যাকমেলিংয়’ নতুন সমস্যা। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর গোটা দেশে এ ধরনের অপরাধে ৭৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ১৮-৩০ বছরের তরুণ তরুণীদের সংখ্যাই সব থেকে বেশি।

সাড়ে চারশো জনেরও বেশি যুবক ইন্টারনেটে অশালীন ছবি, ইচ্ছার বিরুদ্ধে যৌন ক্রিয়ার ভিডিও ধারণ করে এবং তা বিভিন্ন ওয়েবসাইটে দিয়ে গ্রেপ্তার হয়েছেন৷ মনোস্তাত্ত্বিকদের আশঙ্কা, বেশির ভাগ ক্ষেত্রে অভিযোগ সামনে না আসার জন্যই এই প্রবণতা আরও বাড়ছে। সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা আবার বলছেন, অভিযোগ করলেও তা লঘু ভাবে দেখার প্রশাসনিক শিথিলতাও এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে।

বিভিন্ন ওয়েবসাইট, টরেন্ট লিঙ্ক, ওয়েব সেক্সটিং সাইট (ওয়েবক্যামের মাধ্যমে সেক্স ভিডিয়ো শেয়ার করার সাইট)-এ এখন সবচেয়ে জনপ্রিয় হলো হোমমেড পর্ন। অর্থাত্‍ কোনও অভিনয় ছাড়াই, গোপন ক্যামেরা অথবা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যৌনক্রিয়ার দৃশ্য বা ছবি তুলে রাখা।

সাইবার ক্রাইম বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায় বলছেন, ইন্টারনেটে যত তথ্য আছে, তার মধ্যে ৬০-৭০ শতাংশই হলো পর্নোগ্রাফি অথবা সেমি-পর্নোগ্রাফি। প্রযুক্তিকে ব্যবহার করে এ ধরনের সেক্স-চক্র চালানো বা এমন ব্ল্যাকমেলিং যে শহর, রাজ্যের অলি গলিতে ইন্টারনেটের হাত ধরে ক্রমে ছড়িয়ে পড়ছে, তা মেনে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা৷ এই মতামতের সঙ্গে অনেকাংশেই সহমত পুলিশের বড় কর্তারাও। তথ্য-ওয়েব সাইড

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: