বাসের মধ্যেই ১৮ বছরের যুবতীকে জোর করে ধর্ষণ

ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাসের ভেতর এক যুবতীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। যুবতীর চিৎকারে আশপাশের লোকজন বাসচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
মঙ্গলবার রাতে এই ঘটনার পর ওই কিশোরী বাদী হয়ে আজ বুধবার (৬ জানুয়ারি) বাসচালক ও তাঁর সহকারীসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এজাহার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নরসিংদী যাওয়ার জন্য ওই কিশোরী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে নান্দাইলগামী একটি বাস সেখানে দাঁড়ায়। বাসের চালক, তাঁর সহযোগী ও সুপারভাইজার নরসিংদী যাবে বলে ওই কিশোরীকে বাসে উঠায়। কিন্তু নান্দাইল চৌরাস্তা এলাকায় যাওয়ার পর কিশোরীকে জানানো হয় বাসটি নরসিংদী যাবে না। ওই কিশোরীকে অপেক্ষা করতে বলে তাঁরা তিনজন বাস থেকে বেরিয়ে যান। অন্য যাত্রীরা নেমে যাওয়ার কিছুক্ষণ পর আবার ফিরে এসে তাঁরা বাসের দরজা বন্ধ করে দেন।
এরপর সুপারভাইজার ও চালকের সহযোগীর সহযোগিতায় চালক তাকে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে চালককে আটক করলেও অন্য দুজন জানালা দিয়ে পালিয়ে যান।
ময়মনসিংহের নান্দাইল থানার পুলিশ জানায়, এই ঘটনায় বাস চালক আলমগীর হোসেনকে থানায় নিয়ে আসে। ওই কিশোরী আজ বুধবার সকালে বাদী হয়ে চালক, চালকের সহযোগী মোশাররফ ও সুপারভাইজার জালালের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আটক চালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক দুই হেলপার ও কন্ট্রেকটরকে গ্রেপ্তারের চেষ্টাও চলছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: