ডিএক্সএন ফার্মেসীর ১০ লাখ টাকার ওষুধ জব্দ

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:০৬ এএম

ঢাকা: ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া নিম্নমানের, ভেজাল ও অনুমোদনবিহীন ওষুধ আমদানী ও বাজারজাত করায় ডিএক্সএন ফার্মাসিউটিক্যাল কোম্পানীর ১০ লাখ টাকার ওষুধ জব্দ ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত।

এপিবিএন-৫, উত্তরা, ঢাকা এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার এ.এস.এম. হাফিজুর রহমান এক বার্তায় জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিএক্সএন নামক ফার্মাসিউটিক্যালস্ কোম্পানীর ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া নিম্নমানের বিভিন্ন ধরণের ওষুধ জব্দ করা হয়। এসব ওষধের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কোম্পানীটির ব্যবস্থাপক সজল চক্রবর্তীকে ২লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অভিযানে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহীর উপস্থিতিতে দশ লাখ টাকা মূল্যে’র নিম্নমানের অনুমোদনবিহীন ঔষধ জব্দ করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: