ফোকলোর অধ্যয়ন নিজের শেকড়ের সন্ধান দেয়: ড. আসকারী

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন চালুকৃত ফোকলোর বিভাগের প্রতিষ্ঠকালীন সভাপতি, বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ইংরেজি লেখক ও বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেছেন, উত্তর ঔপনিবেশিক যুগে প্রত্যেকের উচিত ফোকলোর (লোক সাহিত্য) জানা।
নিজের দেশ, জাতি, সংস্কৃতি সম্পর্কে জানতে হলে ফোকলোর জানা আবশ্যক। কারণ ফোকলোর পাঠ নিজের শেকড়ের সন্ধান দেয়। মঙ্গলবার বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের সাথে একান্ত সাক্ষাৎকারে ড. আসকারী এ কথা বলেন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ টি নতুন বিভাগের অনুমোদন দিয়েছে যার মধ্যে ফোকলোর অন্যতম। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এসব বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি শুরু হয়েছে। ফোকলোর বিভাগের আসন সংখ্যা ৮০ টি। ফোকলোর বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিডি টুয়েন্টিফোর লাইভের সাথে একান্ত সাক্ষাৎকারে ড. আসকারী তার বিভাগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। নিম্মে তার চুম্বাকাংশ পাঠকের জন্য তুলে ধরা হল।
বিডি টুয়েন্টিফোর লাইভ: ভর্তির সময় বিভাগ নির্বাচনের ক্ষেত্রে আপনি শিক্ষার্থীদের ফোকলোর বিভাগ বেছে নেওয়ার জন্য কেন পরামর্শ দেবেন?
ড. আসকারী: অন্যান্য সাবজেক্টের তুলনায় ফোকলোর সম্পূর্ণ ভিন্ন একটি সাবজেক্ট। কিছু বৈশিষ্টের কারণে এটাকে মাল্টি ডিসিপপ্লিনারি সাবজেক্ট বলা হয়। অন্যান্য সাবজেক্টে শুধুমাত্র একটা বিষয় পড়ানো হলেও ফোকলোর এমনই একটা সাবজেক্ট যেখানে একইসাথে ভাষা সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন পড়ানো হয়। ফলে শিক্ষার্থীরা একইসাথে একাধিক বিষয়ে জ্ঞান লাভের সুযোগ পাচ্ছে যেটা অন্য সাবজেক্টে সম্ভব নয়।
বিডি টুয়েন্টিফোর লাইভ: সাবজেক্ট হিসেবে ফোকলোরের গুরুত্ব কতটুকু?
ড. আসকারী: আমি আগেই বলেছি, ফোকলোর একটি মাল্টি ডিসিপপ্লিনারি সাবজেক্ট। ফোকলোর অধ্যয়ন নিজের শিকড়ের সন্ধান দেয়। নিজের দেশ, জাতি ও সংস্কৃতি সম্পর্কে জানতে হলে ফোকলোর অধ্যয়নের বিকল্প নেই। প্রত্যেক জাতিই এখন তার জাতি সম্পর্কে প্রকৃত সত্য জানতে চাই। উত্তর ঔপনিবেশিক যুগে নিজের দেশ ও জাতি সম্পর্কে জানার প্রবণতা প্রত্যেক জাতির মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। তাই শিক্ষার্থীরা পছন্দের সাবজেক্ট হিসেবে ফোকলোরকে বেছে নিতে পারে।
বিডি টুয়েন্টিফোর লাইভ: বর্তমান যুগে চাকরির বাজারে আপনি ফোকলোরকে কিভাবে মূল্যায়ন করবেন?
ড. আসকারী: যদিও কলেজগুলোতে এর প্রসারতা এখনও ঘটেনি, তবে বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া বিসিএসসহ যেকোনো প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অবাধ সুযোগ রয়েছে। তাই চাকরির বাজারে এর চাহিদা কোনো ভাবেই কম নয়।
বিডি টুয়েন্টিফোর লাইভ: আমি যতটুকু জানি, আপনার বিভাগে এখনও শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। তাহলে নতুন শিক্ষাবর্ষের একাডেমিক কাজ কিভাবে চলছে?
ড. আসকারী: যদিও এখনও নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি তারপরও বিভাগের একাডেমিক কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয়ের বিষয় অভিজ্ঞ কিছু সিনিয়র শিক্ষক বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছেন। তবে বিভাগের শিক্ষক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া দেশের প্রথিতযশা ফোকলোর বিজ্ঞানী ও গবেষকরা যাতে বিভাগের একাডেমিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হতে পারেন সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি টুয়েন্টিফোর লাইভ: আপনার বিভাগের সিলেবাস নিয়ে কিছু বলুন।
ড. আসকারী: দেশের কিছু বিশ্ববিদ্যালয় ছাড়াও বিদেশী কয়েকটি নামকরা আন্তজার্তিক বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের আলোকে বিভাগের সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তাই একথা অকপটে বলতে পারি বিভাগে যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে তা নি:সন্দেহে আন্তজার্তিক মানের।
বিডি টুয়েন্টিফোর লাইভ: বিভাগ নিয়ে আপনার কিছু পরিকল্পনার কথা বলুন।
ড. আসকারী: বাংলাদেশে ফোকলোর চর্চার ঔতিহ্য বহুদিনের। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে ফোকলোর চর্চা ’৮০ এর দশকের মাঝামাঝিতে বাংলা একাডেমির মাধ্যমে শুরু হয়। সংশ্লিষ্ট বিষয়ে পঠন-পাঠন ও গবেষণার মধ্য দিয়ে বাংলাদেশে ফোকলোর চর্চাকে আন্তজার্তিক মাত্রায় উন্নীত করার অভিযাত্রায় অংশগ্রহণ করতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ।
বিডি টুয়েন্টিফোর লাইভ: অনেক ব্যস্ততার মধ্যেও সময় দেবার জন্য আপনাকে ধন্যবাদ।
ড. আসকারী: আপনাকে ও বিডি টুয়েন্টিফোর লাইভের পাঠককেও ধন্যবাদ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: