খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজে ডিজিটাল ল্যাব উদ্বোধন

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৪০ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজে মঙ্গলবার ডিজিটাল ল্যাব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে দিয়ে টুঙ্গিপাড়া উপজেলার সব স্কুল ও কলেজকে ডিজিটাল ল্যাবের আওতাভূক্ত করনের কর্মসূচীর উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সফল চেয়ারম্যান শেখ কবির হোসেন। এ কর্মসূচীকে সার্বিক সহযোগিতা করেছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক ৩১৫ এ ২ বাংলাদেশ।

প্রধানমন্ত্রী সম্প্রতি প্রতিটি স্কুলে একটি করে কম্পিউটার ল্যাব স্থাপনের আহাবান জানিয়েছেন। সেই আহবানে সাড়া দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লায়ন ব্যক্তিত্ব শেখ কবির হোসেন প্রধানমন্ত্রীর নিজ গ্রাম টুঙ্গিপাড়ায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ থেকে এ কর্মসূচীর শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা শেখ কবির হোসেন বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি জ্ঞানও ছাত্র ছাত্রীদের সময়োপযোগী করে তুলতে সহায়তা করবে। আজকাল তরুন প্রজম্ম প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। স্কুল কলেজ গুলোতে প্রযুক্তি শিক্ষার প্রয়োজনীয় না থাকলে শিক্ষার্থীরা ইনফরমেশন টেকনলজির জ্ঞান আহরণ করতে পারবে না। তাই আমি মনে করি প্রতিযোগিতা মূলক বিশ্বে টিকে থাকতে হলে ও ভাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ডিজিটাল ল্যাবের কোন বিকল্প নেই।

টুঙ্গিপাড়ায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য দেন লায়ন্স ক্লাবস ইন্টাঃ জেলা ৩১৫এ২ এর গভর্নর লায়ন স্বদেশ রঞ্জন সাহা।

বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, জেলা গবর্ণর এ এস সালাহ উদ্দিন আহম্মেদ, প্রথম ভাইস জেলা গবর্ণর মোস্তফা কামাল, লায়ন ইঞ্জিনিয়ার এমএ আউয়াল, লায়ন মোঃ শামসুল হুদা, লায়ন অহেদুজ্জামান বাবর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়রশেখ আহম্মেদ হোসেন মীর্জা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ জালাল, স্কুলের প্রধান শিক্ষক আকরামুজ্জামানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় শেখ কবিরের স্ত্রী লায়ন মাসুদা কবির, প্রধান অতিথির সহধর্মিনী লায়ন মায়া রানী সাহা, লায়ন হোসনে আরা বাবলী এমপি, প্রথম ভাইস জেলা গবর্ণর মোঃ জোনায়েদ ইকবাল, পিডিজি এ.আর আতিক, পিডিজি নাজমুনন্নেছা আলী, পিডিজি নাসির উদ্দিন, পিডিজি আব্দুল ওহাব শিকদার, কেবিনেট ট্রেজারার কেইউ খান কামাল, জিএমটি লিডার এসকে কামরুল রিজিওন চেয়ারপার্সন আনিস উর রহমান আনিস, ফারহানা বক্স, সুলদান উদ্দিন নান্নু প্রমূখ।

পরে লায়ন্স ক্লাবের উদ্যোগে স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। এ ছাড়া এ অনুষ্ঠান থেকে টুঙ্গিপাড়া উপজেলার বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ট্যাব বিতরণ করা হয়।

টুঙ্গিপাড়ায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজকে ডিজিটাল করতে লায়ন্স ক্লাবস থেকে সব ধরনের সহায়তা প্রদানের ঘোষণাও দেন বক্তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: