ছেলের সঙ্গে যৌন সম্পর্ক করেন মা: অতঃপর

বছর একান্ন-র কিম ওয়েস্ট৷ ব্রিটেনে থাকেন৷ তাঁর থেকে বছর কুড়ির ছোট যুবক বেন ফোর্ডের সঙ্গে যৌন সম্পর্ক আছে কিমের৷ বছর তিরিশ পর দেখা হয় দু'জনের৷ এই কথাটা পড়ে হয়ত ভাবছেন এতে আর নতুন কী! কমবয়সী পুরুষের সঙ্গে বেসি বয়সের মহিলাদের সম্পর্কে জড়ানো তো এখন হালফিলের ফ্যাশন৷ দাঁড়ান মশাই৷, একটু সবুর করুন৷ আসলে কিম এবং বেন সম্পর্কে মা এবং ছেলে৷ সুত্র-সংবাদ প্রতিদিন
দু'জনেই নিজেদের সম্পর্ক নিয়ে একেবারই কুন্ঠিত নন বরং সোচ্চারে নিজেদের যৌন পছন্দের কথা জানিয়েছেন৷ নিজেদের সম্পর্ককে ‘জেনেটিক সেক্সুয়াল অ্যাট্রাকশন' বলে ব্যাখ্যা করেছেন তাঁরা৷ দু'জনের মধ্যে এমনই দুর্নিবার আকর্ষণ যে বায়োলজিক্যাল মা কিমকে পেতে নিজের স্ত্রী ভিক্টোরিয়াকেও ছেড়ে দিয়েছেন বেন৷
তিন দশকের বিচ্ছেদ-বিরহ কী করে ‘প্রণয় দোলায়' দোলা দিল?
ব্যাপারটি খুবই সিনেম্যাটিক৷ আদতে লন্ডনের ইসলিংটনের বাসিন্দা কিম কার্লিফোর্নিয়ায় পড়তে গিয়ে গর্ভবতী হয়ে পড়েন পেশায় ইন্টেরিয়র ডিজাইনার কিম৷ মাত্র ঊনিশ বছর বয়সে জন্ম দেন বেনের৷ তবে নিজের কাছে রাখতে পারেননি বেনকে৷ সপ্তাহখানেকের বেনকে একটি অনাথ আশ্রমে দিয়ে দিতে বাধ্য হন কিম৷ এরপর বছর তিরিশ পর একদিন চিঠি পান কিম৷ ২০১৩ সালে কিমকে চিঠি লেখেন বেন৷
ব্রিটেনে এসে কিমের সঙ্গে দেখা করেন বেন৷ দু'জনেই একে অপরের প্রতি টান অনুভব করেন৷ ফোনে কথা হয় দু'জনের৷ দেখাও করেন দু'জনে৷ একটি হোটেলে প্রথম হোটেলে মিলিত হন মা-ছেলে৷ অবস্থা এমন দাঁড়িয়েছে যে স্ত্রী ভিক্টোরিয়াকে আদর করার সময়েও মা কিমের ছবি মনে ভাসত বেনের৷ স্ত্রীকে ছেড়ে এসেছেন বেন৷ বর্তমানে বেনের সন্তানের মা হতে চান কিম৷ সংসার পাততে মিশিগানে চলে এসেছেন দু'জনে৷ সত্যিই কী আজব এ বিশ্ব৷
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: