WWE স্টার থেকে পর্নস্টার!

প্রকাশিত: ০৬ আগষ্ট ২০১৬, ০৫:০১ পিএম

স্পোর্টস ডেস্ক: তাঁর নিক নেম সানি৷ এতদিন বক্সিং রিং কাঁপিয়েছেন, এবার নিল ছবির দুনিয়া কাঁপাতে আসছেন টামি৷ অনেকদিন দরেই কথাবার্তা চলছিল পর্ন ছবিতে অভিনয় করার, এবার কর্নফার্ম করলেন সেই খবর৷

যারা নিয়মিত WWE দেখেন,এই মহিলা খেলোয়াড়কে অনায়াসে চিনবেন। রিংয়ে এই সুন্দরী রেসলার অনেক বাঘা বাঘা খেলোয়াড়কে মেরে ফাটিয়ে দিয়েছেন। তবে শুধু ভাল খেলোয়াড় নয়, তাঁর সৌন্দর্য্য, শারীরিক গঠনের জন্য জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন টামি স্টিচ।

খেলা থেকে অবসর নিয়ে টামিকে অনেকদিন থেকেই পর্ন সিনেমায় নামার প্রস্তাব দেওয়া হয়েছিল। টামি প্রথমে রাজি হননি, এবার হলেন। দুনিয়ার এক নম্বর প্রস্তুতকারী সংস্থা ভিভিড এন্টারটেনমেন্টের সঙ্গে মোটা টাকার চুক্তিও সেরে ফেলেছেন। টামির প্রথম পর্ন সিনেমার নাম ''সানির সাইড আপ-থ্রু দ্য ব্যাক ডোর'।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: