বাসা ভাড়া যেখানে, ব্যাচেলর থাকবে সেখানে

প্রকাশিত: ১০ আগষ্ট ২০১৬, ০৮:৩২ পিএম

বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন এর ১৪ ধারা মোতাবেক চুক্তি পত্র করে বাসা ভাড়া দিতে হবে। একই সাথে বাসা ভাড়া যেখানে, ব্যাচেলর থাকবে সেখানে উল্লেখ করে জঙ্গি উত্থানে ব্যাচেলরদের আবাসনে বাড়ী ভাড়া পেতে ভোগান্তি, বাড়ীওয়ালাদের হয়রানির প্রতিবাদে ৪ দফা ঘোষণা করেছে ভাড়াটিয়া পরিষদ। একই সাথে আগামী কাল জাতীয় প্রেসক্লাবের সামনে রাত ৮টা থেকে ৯ টা পর্যন্ত ১ টি বালিশ সহ প্রতিকী অবস্থান কর্মসূচি পালন করবে সংঠনটি।

এক সংবাদ বিবৃতিতে এ কথা জানান ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার। ৪ দফা দাবি উত্থাপন করে সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা বলেন, 'ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া হয় না, আবার বেশি টাকা দিলে থাকা যাবে! এটা অনৈতিক'।

৪ দফা দাবিতে বলা হয়:

১. বর্তমান শহরে বসবাসরত ব্যাচেলর ভাড়াটিয়াদের আবাসনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২. ব্যাচেলরদের সরকারি ভাবে আবাসনের সু-ব্যবস্থা করতে হবে।
৩. তল্লাশীর কারনে অন্যায় ভাবে ব্যাচেলর সহ ভাড়াটিয়াদের হয়রানি, অর্থনৈতিক নির্যাতন ও উচ্ছেদ বন্ধ করতে হবে।
৪. প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: