“যুগল বনাম সিঙ্গেল” রম্য বিতর্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৭, ০৯:৫৬ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বসন্ত বরণ ১৪২৪ উপলক্ষে “যুগল বনাম সিঙ্গেল” শিরোনাম শীর্ষক রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি)সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই রম্য বিতর্কের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ (বাউডিএস)।
 
রম্য বিতর্কের বিষয়বস্তু ছিল “এ বসন্ত যুগলদের এখতিয়ারে”। এতে ক্যাম্পাস কাঁপানো জুটি, সদ্য বিবাহিত দম্পতি এবং মধ্যবয়স্ক দম্পতি নামের তিনটি যুগল এবং অন্যদিকে সিঙ্গেল ছ্যাকা খাওয়া প্রেমিক, চিরকুমার প্রেমিক এবং পাত্তা না পাওয়া প্রেমিকা ওই রম্য বিতর্কে অংশ নেন।

বিতর্ক অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন।

 

 

বিডি২৪লাইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: