ভারতের চাল রপ্তানি বন্ধের খবর মিথ্যা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১১ পিএম

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারত থেকে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধের প্রকাশিত সংবাদ সম্পূর্ণ বানোয়াট। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন। অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম পত্র-পত্রিকায় প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে জানতে চান, ভারত থেকে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধের কোনো সিদ্ধান্ত আছে কি না।

তোফায়েল আহমেদ বলেন, কারও স্বাক্ষর ছাড়া একটি চিঠি ছড়িয়ে দেওয়া হয়েছে। এর ভিত্তিতে কোনো কোনো সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করেছে; যা মিথ্যা ও বানোয়াট। এটা চালের কৃত্রিম সংকট ও দাম বাড়ানোর চেষ্টা। একটি শ্রেণি কারসাজি করে চালের দাম বাড়াতে চায়। তোফায়েল আহমদে বলেন, তিনি নিশ্চিত করতে চান, খাদ্যের কোনো অভাব নেই। তিনি প্রশ্ন রাখেন, টাকা দিলে যদি চাল পাওয়া যায় তাহলে অভাব কোথায়?

বিডি২৪লাইভ/ইম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: