এখন পর্যন্ত বিপিএলের র্শীষে যারা!

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৭, ০২:৫৩ পিএম

গত ৪ নভেম্বর মাঠে গড়ায় বিপিএল। এরপর গত ৮ নভেম্বর বিপিএলের সিলেট পর্ব শেষ হয় এবং গত ১১ নভেম্বর রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় ঢাকা পর্ব।

এরপর গত ২১ নভেম্বর ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের হাই-ভোল্টেজ ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় ঢাকা পর্বের প্রথম পর্ব।

এখন পর্যন্ত বিপিএলের ২১টি ম্যাচ মাঠে গড়িয়েছে তাদের মধ্যে র্শীষে আছেন যারা।

► সেরা পাঁচ ব্যাসম্যান

বিপিএলের পঞ্চম আসরে এখন পর্যন্ত সেরা পাঁচ ব্যাসম্যানের মধ্যে বাংলাদেশি রয়েছে ২ জন।

&dquote;♦&dquote; কেভিন লুইস ঢাকা ডায়নামাইটসের হয়ে ৭ ম্যাচ খেলে ২৩৯ রান করে সর্বোচ্চ ৬৬ রান।

&dquote;♦&dquote; রবি বোপারা রংপুর রাইডার্সের হয়ে ৬ ম্যাচ খেলে ২১৯ রান করে সর্বোচ্চ ৫৪* রান।

&dquote;♦&dquote; উপুল থারাঙ্গা সিলেট সিক্সার্সের হয়ে ৬ ম্যাচ খেলে ২০৭ রান করে সর্বোচ্চ ৬৯* রান।

&dquote;♦&dquote; ইমরুক কায়েস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৬ ম্যাচ খেলে ২০১ রান করে সর্বোচ্চ ৪৭ রান।

&dquote;♦&dquote; মাহামুদুল্লা রিয়াদ খুলনা টাইটান্সের হয়ে ৬ ম্যাচ খেলে ১৮৯ রান করে সর্বোচ্চ ৫৬ রান।

► সেরা পাঁচ বোলার

বিপিএলের পঞ্চম আসরে এখন পর্যন্ত সেরা পাঁচ বোলারের মধ্যে বাংলাদেশি রয়েছে আবু জায়েদ, আবু হায়দার রনি ও সাকিব আল হাসান। তবে মাশরাফি বিন মর্তুজা আছে ৭ নাম্বারে ও আবুল হাসান আছে ৬ নাম্বারে

&dquote;♦&dquote; আবু জায়েদ খুলনা টাইটান্সের হয়ে ৬ ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছে এই বাংলাদেশি বোলার।

&dquote;♦&dquote; শহিদ আফ্রিদি ঢাকা ডায়নামাইটসের হয়ে ৪ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেছে।

&dquote;♦&dquote; আবু হায়দার রনি ঢাকা ডায়নামাইটসের হয়ে ৭ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেছে এই বাংলাদেশি বোলার।

&dquote;♦&dquote; সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটসের হয়ে ৭ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছে এই বাংলাদেশি বোলার।

&dquote;♦&dquote; সুনিল নারাইন ঢাকা ডায়নামাইটসের হয়ে ৬ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছে।

এছড়া সর্বোচ্চ ক্যাচের তালিকায় পাঁচ জনের মধ্যে চার জনই বাংলাদেশি। এরা হলেন- মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আবু হায়দার রনি, মুমিনুল হক ও কাইরান পোলার্ড।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: