কবর থেকে মৃতদেহ তুলে তন্ত্রসাধনা!

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৮, ০১:০৯ পিএম

নানান সময় নানা ধরণের ঘটনা শোনা যায়। আর এরই সাথে ওই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। আলোচনা-সমালোচনা। এবার এমনই এক ঘটনা ঘটেছে, যা ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এবার অভিযোগ উঠেছে কবর থেকে মৃতদেহ তুলে তন্ত্রসাধনার৷ আর এই অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে তদন্তে নেমে পড়েছে পুলিশ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের পাড়ুই থানার বল্লভপুর সেতুর কাছ থেকে একটি মুণ্ডহীন মৃতদেহ উদ্ধার হয়৷ এলাকাবাসী মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ওই এলাকায় ৭০-৭৫ বছরের এক বৃদ্ধা মারা যান৷ অশ্বিনী সর্দার নামে ওই বৃদ্ধা এলাকার বাসিন্দা ছিলেন৷ তার মৃতদেহ পাড়ুই থানার বল্লভপুর সেতুর কাছে কবর দেওয়া হয়েছিল৷ তার পরিবারের সদস্যরা গিয়ে দেহটি সনাক্ত করেন৷ অশ্বিনীর ছেলে অসুর সর্দারের দাবি, তার মায়ের মুণ্ড কেটে এখানে তন্ত্রসাধনা করা হয়েছে৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃতদেহের পাশে তন্ত্রসাধনা করার বিভিন্ন সামগ্রী পড়েছিল৷ তা দেখেই সন্দেহ ছড়িয়েছে যে তন্ত্রসাধনার জন্যই ওই দেহ কবর থেকে তুলে আনা হয়েছিল৷ তারপর মুণ্ড কেটে সেই কাজ শুরু হয়৷

স্থানীয়দের ধারণা, রাতভর সাধনার পর ভোরে মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গিয়েছে জড়িতরা৷ তবে এই ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনো জানা যায়নি৷

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: