বিএনপি মনোনয়নপত্র বিক্রি আজ

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৮, ০৯:০১ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। প্রার্থী চূড়ান্ত করতে ফের বৈঠকে বসবে বিএনপির এই নীতি নির্ধারণী কমিটি।

বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে শনিবার (১৩ জানুয়ারি) রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রার্থী চূড়ান্ত করার কথা থাকলেও তা পারেনি।

তবে মনোনয়ন ফরম বিক্রি করার পর প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে। আজ (১৪ জানুয়ারি) মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। এরপর প্রার্থী চূড়ান্ত করতে ফের বৈঠকে বসবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে শনিবার রাত পৌনে ১০টা থেকে প্রায় দুই ঘন্টাব্যাপী স্থায়ী কমিটির বৈঠকের পর গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের রবিবার বিকেল চারটার মধ্যে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১০ হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরম যথাযথভাবে পূরণ করে পরের দিন সোমবার বিকেল চারটার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ জমা দিতে হবে। একই দিন রাত সাড়ে আটটায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলীয় মনোনয়ন বোর্ডে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।


বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: