বসন্তের হাওয়ায় হিমু সাঁজে যবিপ্রবি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:০১ পিএম

রাসেল আজাদ
যবিপ্রবি প্রতিনিধি,

বসন্ত মানেই নতুন সাজে প্রকৃতি মুখরিত হওয়ার দিন। ফুল ফোটার পুলকিত সময়।শীতের জরাগ্রস্ততা কাটিয়ে নতুন পাতায় ঋদ্ধ হয়ে উঠবে রুক্ষ প্রকৃতি। ফাগুনের ঝিরঝিরে বাতাসে কোকিলের মিষ্টি কলতানে উন্মাতাল হবে প্রকৃতি। ফুলেল বসন্ত যৌবনের উদ্দামতা বয়ে আনে। আনন্দ আর উচ্ছ্বাস মুখরতায় মন-প্রাণ ভরিয়ে তোলে।

পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম সনি সাথে বসন্ত বরণ নিয়ে কথা হয়, তিনি জানান, “বসন্ত, সে তো বাঙ্গালীর উৎসব, বাঙ্গালীর ঐতিহ্য। প্রতিবারের ন্যায় এই বারও বন্ধুদের নিয়ে আড্ডা, ভাষা শহীদদের সরণের মাধ্যমে চলছে আমাদের বসন্ত বরণ” ।

কচি পাতায় আলোর নাচনের মতোই বাঙ্গালীর মনেও লাগে বসন্তের দোলা। উৎসবে মেতেওঠে বাঙ্গালীরা। ফুলের মঞ্জরিতে মালা গাঁথার দিন বসন্ত শুধু প্রকৃতিকেই রঙিন করেনি, আবহমানকাল ধরে বাঙ্গালী তরুণ-তরুণীর প্রাণও রঙিন করেছে।

তাই আজ পহেলা ফাল্গুনের সুরেলা এ দিনে তরুণীরা খোঁপায় গাঁদা-পলাশ ফুলের মালা গুঁজে বাসন্তী রং শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি-পায়জামা কিংবা ফতুয়ায় খুঁজে নেবে শাশ্বত বাঙ্গালীপনা।

&dquote;&dquote;

তাই এর ভিন্নতাও হয়নি যবিপ্রবিতে । ক্যাম্পাস জুরে সজ্জিত বাহারি রঙের সব ফুল আর সুবাসে । শুধু ফুল নয় সেজেছে অর্ধাঙ্গীরাও, সবুজ মাঠ আর হলুদ শাড়ি, এ যেন এক অপরূপ সৌন্দর্য । কদমতলা, নিমতলা, কেন্দ্রীয় খেলার মাঠ, অদম্য একাত্তর সবখানেই দেখা যায় ছেলে-মেয়েদের হিমু সাঁজে বসন্তের ছোঁয়া নিতে ।


বিডি২৪লাইভ/এমআরএম

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: