সংসদ অধিবেশন বসবে ৮ এপ্রিল

প্রকাশিত: ২১ মার্চ ২০১৮, ০৭:৩৫ পিএম

দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন বসবে আগামী ৮ এপ্রিল। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বিকাল পাঁচটায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার (২১ মার্চ) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয় সংসদের ১৯তম অধিবেশন। বছরের শুরুর ওই অধিবেশন চলে দীর্ঘ ৩৫ কার্যদিবস। সাধারণত বছরের প্রথম ও বাজেট অধিবেশন ছাড়াই বাকি অধিবেশনগুলো সংক্ষিপ্ত হয়।

২০তম অধিবেশনও দীর্ঘ হওয়ার সম্ভাবনা কম। অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কত দিন চলবে তা ঠিক করা হবে।

 

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: