জাবিতে আওয়ামীপন্থী একাংশের অবস্থান ধর্মঘট

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৮, ০৫:৪১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘শিক্ষক লাঞ্ছনার বিচার, উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ ও প্রক্টরিয়াল বডির অপসারণের’ দাবিতে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। 

বুধবার(২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এ কর্মসূচি পালন করেছে।

ধর্মঘট পালনকারী শিক্ষকরা প্রশাসনিক ভবনের গেটগুলো বন্ধ করে ভবনের সামনে অবস্থান নেয়। ফলে প্রশাসনিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। ধর্মঘট বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে। কর্মসূচি শেষে প্রশাসনিক ভবনের সামনের সড়কে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

অবস্থান ধর্মঘটে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেনের নের্তৃত্বে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এমকে
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: