শিক্ষামন্ত্রীর শান্তি নিকেতনে গমন

প্রকাশিত: ২৪ মে ২০১৮, ০২:৩৮ পিএম

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নির্মিত ’বাংলাদেশ ভবন’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী।আগামীকাল (২৫ মে, ২০১৮) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ভবনটি উদ্বোধন করবেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (২৪ মে) ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত শান্তি নিকেতনের যাওয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী ’বাংলাদেশ ভবন’-এর উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি তদারক করতে অগ্রগামী দলের সদস্য হিসেবে সেখানে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা গতকাল একই উদ্দেশ্যে শান্তিনিকেতনে গেছেন।

বাংলাদেশ সরকারের অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এ ভবনটি উদ্বোধনের সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকবেন। আগামী ২৬ মে শিক্ষামন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বিডি২৪লাইভ/এসআর/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: