ইবির ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পাশ

প্রকাশিত: ১০ জুন ২০১৮, ০৭:২২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ অর্থ বছরের রিভিউ ও ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পাশ হয়েছে। বড় ৬টি খাতে ঘাটতি নিয়ে এ বছর ১৩৬ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। রিভাইজ বাজেটে এ বছর প্রায় ৬৭ কোটি টাকা ঘাটতিসহ এবারের বাজেট পাশ হয়েছে বলে জানা গেছে। 

রবিবার (১০ জুন) সকাল ১০টায় নতুন বাজেটের কপি উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। 

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ দপ্তর সূত্র জানা যায়, আগামী ২০১৮-১৯ অর্থ বছরে ইউজিসিতে ২০২ কোটি ৪৬ লক্ষ টাকার বাজেট প্রস্তাব করে ইবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় এবং ব্যায়ের খাত বিবেচনা করে এ বছর ১২৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

এতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১২ কোটি ৫০ লক্ষ টাকা আয়সহ মোট বাজেটের পরিমান দাড়ালো ১৩৬ কোটি ৫০ লক্ষ। গত অর্থ বছরে নিজস্ব ১০ কোটি আয়সহ যা ছিল ১১৪ কোটি ২ লক্ষ টাকা। একই সাথে ২০১৭-১৮ অর্থ বছরের রিভাইজ বাজেটে অতিরিক্ত ২০ কোটি টাকা বরাদ্দ দেয় ইউজিসি। 

এদিকে গত ১৯৯৫-৯৬ থেকে ২২টি অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের মোট ঘাটতি দাড়িয়েছে প্রায় ৬৭ কোটি টাকা। এর মধ্যে ইউজিসির অনঅনুমোদিত ১২৩ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা, পরিবহন, বিদ্যুৎ বিল, পরীক্ষার পারিশ্রমিক, বিশ্ববিদ্যালয় স্কুল এবং টেলিফোন বিল খাতে এ বিরাট ঘাটতি হয়ে আসছে। যা আগামী অর্থ বছরের মোট বাজেটের অর্ধেক। সম্প্রতি পরীক্ষার পারিশ্রমিক দ্বিগুণ করায় ঘাটতির পরিমান আরো বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা জানান, ‘ইউজিসিতে আমাদের নতুন অর্গানোগ্রাম পাশ হবার পথে। এতে অননুমোদিত ১২৩ জনের স্থায়ীকরণ হলে ঘাটতি অনেকটাই কমে যাবে। একই সাথে আমাদের স্কুল আত্মীকরণের কার্যক্রম প্রায় সম্পন্ন।’

বিডি২৪লাইভ/এমকে
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: