প্রথমার্ধে আর্জেন্টিনাকে হতাশ করল নাইজেরিয়া!

প্রকাশিত: ২২ জুন ২০১৮, ০৯:৪৮ পিএম

রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে নাইজেরিয়া। ম্যাচটি নাইজেরিয়ার জন্য ‘বাঁচা মরার’ ম্যাচ। কারণ, আজ হারলেই তারা বিদায় নিবে। অন্যদিকে, আইসল্যান্ডের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। কারণ আজ হারলে তাদেরও বিদায়ের শঙ্কা তৈরি হবে। তবে খেলার প্রথমার্ধে উভয় দল বিরতিতে যাওয়ায় কিছু হলেও হতাশা বেড়েছে আর্জেন্টিনা দলের। কারণ আজকের ম্যাচে যদি নাইজেরিয়া জয় পায় কিংবা ড্র করতে পারে তাহলে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা টিকে থাকবে। নাইজেরিয়া হারলে আর্জেন্টিনার বিপদ আরও বাড়বে।

গত ১৪ জুন শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপ। টুর্নামেন্টে ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ইতোমধ্যে বিদায় নিয়েছে মরক্কো, সৌদি আরব, মিসর ও পেরু ও কোস্টারিকা।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: