আশুলিয়ায় ট্রাক চাপায় পল্লীবিদ্যুৎ কর্মচারী নিহত

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৮, ০১:১২ পিএম

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকের চাপায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার (১৪ জুলাই) সকালে মহাসড়কের নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত অমূল্য সরকার ধামরাইয়ের খাগাইলের নেদু চরণ সরকারের ছেলে। তিনি ঢাকা পল্লীবিদ্যুত সমিতি-১ এর অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, অমূল্য সরকার আশুলিয়ার নবীনগরে রাস্তা পাড় হওয়ার সময় অতিরিক্ত ইট বোঝাই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় প্রতক্ষদর্শীদের সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও এর চালক পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: