শিল্পী সংকট নিয়ে যা বললেন মিশা

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৮, ০৫:৪৩ পিএম

ফের ‘নতুন মুখের সন্ধানে’ নামছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এ উপলক্ষে আজ শনিবার (১৪ জুলাই) রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সমিতিটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক ফারুক, আলমগীর, জায়েদ খান, সায়মন সাদিক, খল অভিনেতা মিশা সওদাগর, নৃত্য পরিচালক মাসুম বাবুল প্রমুখ।

শিল্পী সংকট নিয়ে খল অভিনেতা মিশা বলেন, ‘আমাদের চলচ্চিত্রে অনেক সংকট। ভালো চলচ্চিত্র হয় না। ভালো ছবির সংকট। প্রযোজক নেই। তাদের একটা সংগঠন ছিল তাও আজ নেই। গুণী পরিচালকের সংকট, যারা কাজ করতেন তারা অনেকেই সরে দাঁড়িয়েছেন। ভালো গল্পের সংকট। শিল্পী সংকট।’

‘হাতেগোনা কয়েকজন শিল্পী ছাড়া তেমন কোনো শিল্পীও নেই যাদের টানে দর্শক হলে যাবেন। ১৮ কোটি মানুষের জন্য এই ক’জন শিল্পী দিয়ে চলচ্চিত্র বানানো সম্ভব নয়। তার চেয়ে বেশি সংকটা জসিম ভাই ও মান্নার মতো গবেষকের।’

মান্না ও সালমান শাহকে নিয়ে মিশা বলেন, ‘আমাকে যদি কেউ বলে চলচ্চিত্রের নায়ক মান্না মারা যাবার পর বেশি ক্ষতি হয়েছে নাকি সালমান শাহ মারা যাবার পর বেশি ক্ষতি হয়েছে? আমি বলব, মান্না মারা যাবার পর বেশি ক্ষতি হয়েছে। কারণ, সালমান শাহ ছিল জনপ্রিয় আর মান্না ছিল চলচ্চিত্র গবেষক।’

‘কোন ছবি কোন সময় মুক্তি দিতে হবে? কীভাবে প্রচারের কাজ চলবে? কেন এই সময় ছবিটি মুক্তি পাবে? ছবিটি কেমন হবে? সব বিষয়ে মান্না গবেষণা করতেন। যে কারণে তার ছবি ছিল সফল আর প্রযোজকরাও তার কাছে আসতো ছবি নিয়ে। তৈরি হতো নতুন নতুন চলচ্চিত্র।’

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: