ইবির হল প্রভোস্টের কক্ষে শিক্ষার্থীদের তালা

প্রকাশিত: ২১ জুলাই ২০১৮, ০৭:২৭ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল প্রভোস্টের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। হলে নিম্নমানের খাবার পরিবেশন, পানি, ওয়াইফাই (ইন্টারনেট), অপরিষ্কার শৌচাগারসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে শনিবার (২১ জুলাই) দুপুরে হল প্রভোস্টের কার্যালয়ে তালা লাগিয়ে অবরোধ করে আবাসিক শিক্ষার্থীরা। এসময় হল কর্মকর্তাদের কাজে ফাঁকি দেয়ার অভিযোগও করেন তারা।

পরে প্রায় দুই ঘন্টা পর সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আতিকুর রহমান ঘটনা স্থলে গিয়ে হলের সকল সমস্যা সমাধানের বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা তালা খুলে দেয়।

হলের আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে হলে পানি সরবরাহ, নিম্ন মানের খাবার পরিবেশন, ওয়াইফাইয়ের (ইন্টারনেট) ধীর গতিসহ বিভিন্ন সমস্যায় ভুগছে তারা। হলের ভিতরে বাগান অপরিষ্কার ও পাশে ঝোপঝাড় থাকায় সম্প্রতি হলের ভিতরে বিষাক্ত সাপের উপদ্রোব বেড়েছে। ফলে জীবন ঝুকিতে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা।

এছাড়াও হলের করিডরের লাইট নষ্ট থাকায় রাতে অন্ধকারে চলাচল করতে হয় তাদের। এমন বিভিন্ন সমস্যার বিষয়ে প্রভোস্টের নিকট বারবার লিখিত অভিযোগ করলেও তিনি কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ তাদের।

&dquote;&dquote;এদিকে প্রয়োজনের তুলনায় হল প্রভোস্টের উপস্থিত কম থাকার কারনে এসব সমস্যা বেড়েই চলেছে বলে জানান শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন সময় প্রয়োজনীয় কাজের হল কর্মকর্তাদের নিকট গেলে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে আন্দোলনরত কয়েকজন আবাসিক শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান, আমরা বিভিন্ন সময় হল কর্তৃপক্ষকে আমাদের সমস্যার বিষয়ে অভিযোগ করলেও তারা বিষয়গুলো আমলে নিচ্ছেন না। কাজেই আমাদের সমস্যা সমাধান হওয়ার জন্য আমরা তালা লাগিয়েছি।

এ বিষয়ে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘হলের এসব সমস্যা সম্পর্কে আমি অবগত ছিলাম না। আমি শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে কথা বলেছি। আশা করছি খুব দ্রুতই সমস্যাগুলোর সমাধান করা হবে।’

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: