খেতে চাওয়ায় বাবার ওপর বর্বর নির্য়াতন ছেলের!

প্রকাশিত: ১২ আগষ্ট ২০১৮, ০৩:৪০ পিএম

একজন বাবা খাওয়ার জন্য তার ছেলের কাছে টাকা চান। এতে সেই ছেলে তার বাবার বুকের বামপাশে কামড় দিয়ে মাংস তুলে নিয়েছে।

ভারতের দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরে গোপাল বাসার নামে এক বৃদ্ধার বড় ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

জানা গেছে, গোপাল বাসার তার স্ত্রীকে নিয়ে জয়নগরের ধোসা চন্দনেশ্বরে থাকেন। তাদের দুই ছেলে। কিন্তু, দুই ছেলে থাকা সত্ত্বেও তাদের দেখা শোনার কেউ করতেন না। ফলে বৃদ্ধ গোপাল বাসার এবং তার স্ত্রী চরম অর্থ কষ্টে দিন কাটাচ্ছিলেন। খবর জিনিউজ।

বড় ছেলে নীলমণিকে মাসে ১ হাজার টাকা করে খাওয়া বাবদ দিতে বলেন, গোপাল বাসার। আর বাবার এই প্রস্তাব শুনেই বড় ছেলে অসন্তুষ্ট হন। পরে গ্রামবাসীর মধ্যস্থতায় নীলমণি বাবা-মাকে মাসে এক হাজার টাকা করে দিবেন বলে রাজি হয়। তারপরও বৃদ্ধ বাবা-মাকে কোনো টাকা দেননি নীলমণি।

পরে ভরণপোষণ আইনে বাসার বারুইপুর আদালতে ছেলের বিরুদ্ধে মামলা করেন। গত শুক্রবার সেই মামলার নোটিশ যায় ছেলে নীলমণির কাছে।

অভিযোগ, মামলার নোটিশ পাওয়ার পর বড় ছেলে নীলমণি বাসায় গিয়ে বৃদ্ধ বাবা-মাকে প্রচণ্ড মারধর করতে শুরু করেন। এমনকি, কামড় দিয়ে বাবা গোপাল বাসারের বুক থেকে মাংস তুলে নেয় তিনি।

ছেলের হাতে মার খেয়ে গুরুতর জখম হন গোপাল বাসার এবং তার স্ত্রী। লাঠির আঘাতে গোপালের মাথা ফেটে যায়।

বাবা গোপাল বাসারের দাবি, টাকা চাওয়ার আগেও একবার বড় ছেলে নীলমণি তাদের ওপর হামলা করেছিল বলে জানান তিনি।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: