সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণ, নিহত ৩৯

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০১৮, ০৯:৩৫ এএম

সিরিয়ার ইদলিব প্রদেশের একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে ১২টি শিশু রয়েছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউসম্যান রাইটস এ খবর দিয়েছে। 

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানান, তুরস্ক সীমান্তবর্তী সারমাদা শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণটি ঘটেছে। এতে মোট দুটি ভবন ধ্বংস হয়। বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে কারণে আহতদের অনেকের অবস্থা আশংকাজনক এবং অনেকে ধ্বংস্তুপের মধ্যে আটকা পড়ে আছে। এছাড়া, অনেকে এখনো নিখোঁজ রয়েছে।

সিরিয়ান অবজারভেটরি বলছে, অস্ত্র গুদামটি হায়াত তাহরির আশ-শামের অধীনে ছিল। ইদলিব প্রদেশের বেশিরভাগই হায়াত তাহরির নিয়ন্ত্রণে রয়েছে। তবে আইএস সন্ত্রাসীদেরও সেখানে কিছু কিছু তৎপরতা রয়েছে এবং মাঝে মধ্যেই দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পার্সটুডে

বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: