ব্রিজ ধসে নিহত ১০

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০১৮, ০৬:৩৪ পিএম

ইতালির জেনোয়া শহরের একটি প্রধান মোটরওয়ে ব্রিজ ধসে, নিহত হয়েছে কমপক্ষে ১০ জন। দেশটির যোগাযোগ মন্ত্রী দানিলো টনিনেলি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে, ১০ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঝড়ো আবহাওয়ায় আকস্মিকভাবে ব্রিজটি অনেকগুলো যানবাহনসহ ধসে পড়ে।

ধসে পড়ে অংশের বেশিরভাগই নিচের রেললাইনের ওপর পড়েছে বলে জানায়, বার্তা সংস্থা এএফপি।

১৯৬০ সালে, নির্মিত ব্রিজটি অনেক দিন ধরেই বেশি সংখ্যক মানুষ ও যানবাহন দিয়ে ব্যবহৃত হচ্ছিল। ফলে অজ্ঞাতসারেই এর পতনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে মানুষ ও অন্যান্য যানের অবশিষ্টাংশ উদ্ধারে কাজ করে যাচ্ছে। তথ্য: বিবিসি

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: