বার্সেলোনায় যাচ্ছেন না পগবা

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০১৮, ১২:২৩ পিএম

এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের বাজার বন্ধ হয়ে গেছে ৯ আগস্ট। তবে ইউরোপের অন্য লিগে ইংলিশ লিগ থেকে খেলোয়াড় যেতে বাধা নেই। এরপরও বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা নেই পগবার। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার ব্রাউন জানিয়েছেন তেমনটাই। বার্সেলোনার ডিরেক্টর অ্যারিয়েডো ব্রেইডাও স্বীকার করেছেন, ‘পগবাকে তার ক্লাবে নিয়ে আসা এ মুহুর্তে সম্ভব নয়।’

ব্রাউন জানান,‘পগবা থাকছে। সে একজন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়। শুক্রবার দলের অধিনায়ক ছিল সে। পেনাল্টি থেকে একটা গোল করেছে, দারুণ একটা বিশ্বকাপ কাটিয়েছে। আমি আশা করছি সে এটা ধরে রাখতে পারবে এবং ইউনাইটেডের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটাবে।’

এ সিজনে নতুন করে কোনো খেলোয়াড় দলে টানার সুযোগ নেই তাদের। ফলে পগবার মতো কোনো খেলোয়াড়কে ছাড়া কথা ভুলেও ভাববে না কোনো দল। কিন্তু কোচ হোসে মরিনহোর সঙ্গে পগবার সম্পর্কের অবনতি গুঞ্জনের পাল্লা ভারী করেই চলেছে। লেস্টারসিটির বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পরও সুর বদলায়নি পগবার। বলেছেন, সবকিছু বলা যায় না। বললে জরিমানা গুনতে হবে!

এদিকে রাকিটিচ, বুসকেটস, কৌটিনিয়ো, ভিদালদের মত বিশ্বসেরা মিডফিল্ডার নিয়েও স্বস্তিতে নেই বার্সেলোনা। পগবার জন্য মুখিয়ে ছিল তারা। মিডফিল্ডে আধিপত্য করার মত এতো সব তারকা প্লেয়ার থাকতেও তাদের এই মনোভাবটা বেশ আশ্চর্যজনক। তবে বর্তমান পরিস্থিতিতে পগবাকে দলে ভেড়ানোর আর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। সূত্র: গোল ডটকম

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: