‘মুক্তিযুদ্ধের চেতনা দমিয়ে রাখতে বঙ্গবন্ধুকে হত্যা’

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০১৮, ০৭:০০ এএম

আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ড. শামছুল হক ভূঁইয়া এমপি বলেছেন, ফরিদগঞ্জে নৌকার বিজয় নিশ্চিত করতে হলে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা দমিয়ে রাখতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে স্বাধীনতা বিরোধী চক্র। বাংলার মানুষের ভালোবাসায় তা সফল হয়নি। প্রধানমন্ত্রী পরবর্তী প্রজন্মের জন্য উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।

শনিবার (২৫ আগস্ট) বিকালে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া মাহফিল ও ওয়ার্ড আওয়ামী লীগের কর্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিদনা মুক্তিযোদ্ধা মার্কেট ওয়ার্ড আওয়ামী লীগের কর্যালয় মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক ঢাকা মহানগর উত্তরের উত্তরা থানা ছাত্রলীগের সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম মোহন এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অহিদুর রহমান রানা , উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক আরিফুর রহমান আজাদ, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আবদুল গনি বাবুল পাটওয়ারী, আলী আক্কাছ ‍ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক হাজী শফিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুবু আলম সোহাগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মিজান ভদ্র, জাফর উল্যা সুজন, মো. শাহ আলম ‍ভূঁইয়া, আমিন উল্যা শেখ, শফিক শেখ, মোস্তাফিজুর রহমান, পিএম আক্তার, মো. ওয়ালী উল্লাহ ভূঁইয়া, জাহাঙ্গীর আলম মাসুদ প্রমুখ।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: