সাত বছরের সন্তান নিয়ে গৃহবধূর অনশন

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০১৮, ১১:১৬ পিএম

সাত বছরের সন্তান নিয়ে স্বামীর বাড়িতে অনশন কর্মসূচি পালন করছে এক গৃহবধূ। রবিবার (২৬ আগস্ট) দুপুর থেকে বগুড়ার ধুনট গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামে গার্মেন্টস শ্রমিক দুলু মিয়ার বাড়িতে এই কর্মসূচি পালন করছে গৃহবধূ লতা খাতুন।

এ বিষয়ে লতা খাতুন জানায়, গত ২৮ জুন গাজীপুরের নোটারি পাবলিক কার্যালয়ে এভিডেভিটের মাধ্যমে তাকে বিয়ে করে ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজ করে ঘর সংসার করে আসছিল। কিন্তু সম্প্রতি দুলু মিয়া গোপনে আরেকটি বিয়ে করেছে। তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া না হলে স্বামীর বাড়িতে তার অনশন অব্যাহত থাকবে বলে সে জানায়।

তবে তার অভিযোগ অস্বীকার করে দুলু মিয়া জানায়, লতাকে দ্বিতীয় বার বিয়ে করেনি। বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে ফাঁসাতে ষড়যন্ত্র করা হচ্ছে।

এ বিষয়ে বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান বলেন, কোন অভিযোগ পাইনি। তবে আভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: