১৮ লাখ ভারতীয় রুপিসহ আটক ১

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০১৮, ০৭:২৯ পিএম

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে প্রায় ২২ লাখ টাকা সমমূল্যের ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছে বিজিবি। ভারত থেকে দেশে ফেরার সময় বুধবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। 

আটক হেলাল উদ্দিন (৫৫) ঢাকার আশুলিয়া থানার বাইদগাও গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। তার পাসপোর্ট নম্বর বিটি-০১৬০৩৮৫।

বুধবার দুপুর ৩ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. ইমাম হাসান জানান, বাংলাদেশি নাগরিক হেলাল উদ্দিন ভারত ভ্রমণ শেষে বুধবার সকালে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তার লাগেজ তল্লাশি করে ভারতীয় ১৭ লাখ ৯৩ লাখ ৩২০ রুপি উদ্ধার করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ৭৩ হাজার ৭২০ টাকার সমপরিমাণ। আটক ব্যক্তিকে ভারতীয় রুপিসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একই সীমান্তে ১৪ লাখ ৩০ হাজার ৬৯৬ টাকা মূল্যমানের আমেরিকান ডলারসহ হোসেন মো. ছাব্বির (৪০) নামে আরও একজনকে আটক করে বিজিবি। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভাংগাকুসকুরনি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

 বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: