২১ শে আগস্ট গ্রেনেড হামলা, দোষীদের শাস্তি দাবি

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৩ পিএম

ইতিহাসের বর্বরতম ২১ শে আগস্ট গ্রেনেড হামলার বিচার দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ ও জাতীয় শ্রমিকলীগ নেতৃবৃন্দ। 

দিনটি স্মরণে শুক্রবার (৩১ আগস্ট) রাতে রিয়াদে হারাস্থ অভিজাত মেজবান রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা এ দাবি জানান  । 

রিয়াদ মহানগর  আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন শহীদ মাদবর ও জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, শেখ লিয়াকত আহম্মেদের সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. রেজাউল করিম মিলন, সিনিয়র সহ-সভাপতি ফ্রেন্ডস্ অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ), সৌদি আরব। প্রধান বক্তা ছিলেন, বীর মুক্তিযাদ্ধা গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি ফ্রেন্ডস্ অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ), সৌদি আরব। 

&dquote;&dquote;

বিশেষ অতিথি ছিলেন, আব্দুস সালাম, সহ-সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, মেহেদী হাসান মুরাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফ্রেন্ডস্ অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ), সৌদি আরব, সহ-সভাপতি: ডাঃ কামরুল ইসলাম, আব্দুর রহমান চৌধুরী, সাহিদুল হক সাইদ, জহিরুল হক ভূঁইয়া, শহীদ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, আবুল বশির, সাংগঠনিক সম্পাদক ইসা উল্লাহ, সদস্য জুনায়েদ আহম্মেদ। রিয়াদ বাংলা স্কুলের শিক্ষক খাদেমুল ইসলাম। 

বক্তব্য রাখেন রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি নন্দলাল সরকার, আরকান শরীফ, কাজী কামাল, সভাপতি জাতীয় শ্রমিকলীগ, রিয়াদ মহানগর, সহ-সভাপতি ইঞ্জিঃ আসাদুজ্জামান, বাবুল হোসেন মিলন। যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক মৃধা, শিবচর আওয়ামী লীগের নেতা হাফিজুর রহমান, শহীদ মুন্সি, ফারুক খানসহ আরও অন্যান্য নেতা কর্মীরা। 

বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তিরাই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করেই ক্ষান্ত হয়নি। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই ওই পরাজিত  শক্তিরাই ২০০৪ সালে ২১ আগস্ট শেখ হাসিনাসহ শীর্ষ নেতৃত্বকে হত্যার উদ্যেশেই ইতিহাসের বর্বরতম ওই গ্রেনেড হামলা চালানো হয়। আল্লাহর অশেষ রহমতে নেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও  ঘটনাস্থলেই নিহত হন ১২ জন এবং হাসপাতালে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ আরও ১২ জন নিহত হন। 

বক্তারা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: