বাসে যাচ্ছিল ৬ কোটি টাকার স্বর্ণ! এরপর...

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩০ এএম

ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী গ্রিনলাইন পরিবহনের বিলাসবহুল যাত্রীবাহী একটি বাস থেকে ১৪ কেজি স্বর্ণসহ (১২০টি স্বর্ণের বার) ৬ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রবিবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে নরসিংদীর পাঁচদোনা এলাকায় থেকে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ জব্দ সহ তাদের আটক করা হয়।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের যাত্রীবাহী ওই বাস তল্লাশি করে ১৪ কেজি স্বর্ণসহ ৬ চোরাকারবারীকে আটক করে ব্যার। জব্দকৃত এ স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ৬ কোটি টাকা।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: