বিএনপি’র শোক সভাস্থলে আ’লীগের কর্মী সমাবেশ

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৩ পিএম

জামালপুরের সরিষাবাড়ী থানা পুলিশের পাহারায় সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ ছাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সাতপোয়া ইউনিয়ন বিএনপি মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যবার্ষিকী উপলক্ষে ছাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে শোক সভার আয়োজন করে। একই দিনে নির্ধারিত স্থানে সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী সভার ঘোষণা দেয়। একই স্থানে দুই দলের সভার আয়োজনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগ বিপুল সংখ্যক পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কর্মী সমাবেশ করে।

সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রউফ গফুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ হারুন অর রশিদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এ্যাডভোকেট জহুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ গনি, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, পৌর আওয়ামী লীগের সভাপতি সরিষাবাড়ী অনার্স কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য মন্টু লাল তেওয়ারী, পৌর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম খোকন, সরিষাবাড়ী ট্রাক ও মালিক সমিতির সভাপতি হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমীন হোসাইন শিবলু, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিলন মিয়া, ইউপি সদস্য বাহাদুর আলী প্রমুখ।

&dquote;&dquote;

কর্মী সমাবেশে পরিচালনা করেন সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। উক্ত বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের কর্মী সভায় কর্মীদের উপস্থিতি কম ছিল বলে সভায় উপস্থিত সমর্থকদের সূত্রে জানা গেছে। কর্মী সঙ্কটের কারণে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও উপজেলার মহাদান ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা গেছে।

রাজনৈতিক সংঘাত এড়াতে এলাকায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: