ভোটকেন্দ্রে ‘জ্যান্ত মোরগ’ হাতে প্রার্থী, এরপর...

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪২ পিএম

চাটমোহর ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ছিল শুক্রবার। যেখানে অন্যান্য প্রার্থীদের সারিবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করতে দেখা গেলেও, জহুরুল ইসলামকে দেখা যায় জ্যান্ত মোরগ (প্রতীক) হাতে দাড়িয়ে ভোটারদের কাছ থেকে ভোট প্রার্থনা করতে।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সাধারণ সম্পাদক প্রার্থী জহুরুল ইসলাম বলেন, ‘প্রতি তিন বছর পরপর ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন হয়। ভোটকে কেন্দ্র করে এই সময়টা ব্যবসায়ীদের মধ্যে উৎসব বিরাজ করে। আর উৎসব মানেই আনন্দ। আমি জ্যান্ত মোরগ এনে ভোটারদের একটু আনন্দ দেয়ার চেষ্টা করেছি মাত্র।’

জহুরুলের এমন কাণ্ডে ভোটকেন্দ্রে হাস্যরসের সৃষ্টি হয়।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: