প্রকাশ্যে তওবা করলেন কোরআন অবমাননাকারী সেই হাসান

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৮ পিএম

কোরআন শরীফ অবমাননা করে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় গ্রেফতার যুবক কারাভোগ শেষে জামিনে বের হয়ে প্রকাশ্যে তওবা করেছেন। নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে শুক্রবার (৭ সেপ্টেম্বর) বাদ জুমা শহরের দেলপাড়া কবরস্থান মাঠে কুতুবপুর ইসলামিক কালচার সেন্টারের উদ্যোগে আয়োজিত ওই তওবা অনুষ্ঠানে তওবা করেন অভিযুক্ত হাসান উল ইসলাম (২৯) ।

অনুষ্ঠানে হাসানকে তওবা পড়ান জামিয়া আশরাফিয়া মাদরাসার মোহতামিম মুফতি আব্দুল বারী। এতে সভাপতিত্ব করেন কুতুবপুর ইসলামিক কালচার সেন্টারের মাওলানা গাজী আবুল খায়ের।

&dquote;&dquote;উল্লেখ্য, ফতুল্লার কুতুবপুরে কোরআন শরীফ অবমাননা করে ফেসবুকে একটি পোস্ট দেয়ার ঘটনায় হাসান উল ইসলামের বিরুদ্ধে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছিলেন ভূইগড় আল আরাফা জামে মসজিদের ইমাম সিদ্দিক উল্লাহ।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: