খালেদা জিয়াকে ছাড়া কোন জাতীয় নিবাচন হবে না  

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৭ পিএম

ইসমাইল হোসেন রবিন, লক্ষ্মীপুর: খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এক বিক্ষোভ সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা বিএনপি। লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শহরের কালেক্টরিয়েট স্কুল রোডে এ্যানি চৌধুরীর বাসার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এ্যানি বলেন, খালেদা জিয়াকে ছাড়া এ দেশে কোন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। গতবারের মত পাতানো নির্বাচন আর বাংলাদেশে হবে না। দেশের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে বিএনপির সঙ্গে সংলাপ করতে হবে। মুখে গণতন্ত্র আর কাজে স্বেরাচারী মনোভাব দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্টা করা যাবে না। আপনাকে গণমানুষের দাবি মানতেই হবে। খালেদা জিয়া অসুস্থ তাকে দ্রুত বেসরকারি বিষেশায়িত হাসপাতালে ভর্তি করানোর দাবি জানান।

&dquote;&dquote;

এ সমাবেশে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি আব্দুল করিম মিজান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ প্রমুখ।

এদিকে জেলা বিএনপির সহ-সভাপতির সাইদুর রহমান ছুট্টুর সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবুর বাসায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সিনিয়র সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বুলু।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসায় সভা করলেও ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণ লেখা রাজনীতিবিদ ও সাংবাদিকদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। তারা এটাকে প্রতারণা দাবি করে বলেন, এটা মিথ্যাচার ও প্রতারণা।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: