বিজ্ঞানীরা খুজে পেলেন অদ্ভুত অভ্যাসের প্রাণী!

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৮ এএম

বিজ্ঞানীরা চীনে এমন অভ্যাসের প্রাণী খুঁজে পেয়েছেন যে কিনা মুখ দিয়ে প্রসাব করে। বিজ্ঞানীদের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

এমন অদ্ভুত অভ্যাসের প্রাণী পৃথিবীতে এ পর্যন্ত একটিরই সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। 

এ ব্যাপারে ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষকরা কয়েক বছর আগে চীনের এই বিশেষ প্রজাতির কচ্ছপের মধ্যে মুখ দিয়ে প্রস্রাব করার ঘটনা লক্ষ্য করেন।

জানা গেছে, নরম খোলের ওই কচ্ছপের মুখের ভেতর এক ধরনের জালক রয়েছে। যা শ্বাস গ্রহণের কাজে লাগে বলে মনে করতেন বিজ্ঞানীরা। কিন্তু ওই জালক আসলে প্রস্রাব করার জন্যই ব্যবহৃত হয়। আর এটা জেনে অবাক হয়েছেন গবেষকরা।

বিডি২৪লাইভ/এসএস 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: