গ্যাসের ট্যাংকার বিস্ফোরণে ৩৫ জনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯ পিএম

গ্যাস ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক ব্যাক্তি। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নাসারাওয়া রাজ্যে সোমবার (১০ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে।

রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ বলেন, গ্যাস ট্যাংকারটি লাফিয়া-মাকুর্দি সড়কের একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

উসমান আহমেদ আরও বলেন, আমরা ৩৫ জনের মৃত্যু এবং শতাধিক ব্যক্তি আহত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছি।

লাফিয়া-মাকুর্দি সড়কটি রাজধানী আবুজাকে উত্তর ও দক্ষিণ নাইজেরিয়ার সঙ্গে সংযুক্ত করেছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগ ঘটনাস্থলে কী হচ্ছে তা দেখতে জড়ো হয়েছিল।

গত জুনে নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে একটি পেট্রল ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছিলেন। সূত্র: রয়টার্স ও নিউইয়র্ক টাইমস

বিডি২৪লাইভ/এএআই/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: