বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৩ পিএম

‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে কাজ করতে আগ্রহীদের খুঁজছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তরক্ষী বাহিনী সম্প্রতি ৯৩তম ব্যাচে সিপাহি (জিডি) পদে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে।

নিয়োগপ্রাপ্তরা ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৯০০০-২১৮০০ টাকা স্কেলে বেতন পাবেন। পাশাপাশি দেওয়া হবে বাড়িভাড়া, বাসস্থান ও অন্য সব সুবিধা।

আবেদনের যোগ্যতা

পুরুষ ও নারী উভয় প্রার্থী সিপাহি পদে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেতে হবে। ১৩ জানুয়ারি ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

পুরুষ প্রার্থীদের উচ্চতা ১.৬৭৬ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি বা ১১০ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা ১.৫৭৪ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় থাকতে হবে ৩০ ইঞ্চি। 
উপজাতীয় পুরুষ প্রার্থীদের উচ্চতা ১.৬২৫ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। উপজাতীয় মহিলা প্রার্থীদের উচ্চতা ১.৫২৪ মিটার বা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ কেজি বা ৯৬ পাউন্ড হতে হবে।

সব প্রার্থীর দৃষ্টিশক্তি ৬ বাই ৬ থাকতে হবে। অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। সাঁতার জানতে হবে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়, বিকেএসপি, বিদেশি ক্রীড়া একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ও সম্ভাবনাময় খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলায় আবেদন করতে পারবে না।

নিবন্ধন যেভাবে

টেলিটক মোবাইলের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করা যাবে ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BGB<space>HSC Board Keyword<space>HSC Roll<space>HSC Passing Year<space>SSC Board Keyword<space> SSC Roll<space>SSC Passing Year<space>Home District Code<space>Upazilla Name লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ : BGB DHA 236098 2014 DHA 405698 2012 40 MIRPUR শিক্ষা বোর্ড কি-ওয়ার্ড ও জেলা কোড নম্বর বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। এসএমএসে পাঠানো তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের ফিরতি এসএমএসে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বরসহ BGB<space>YES <space>PIN Number<space>Contact Mobile Number লিখে আবার ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। পরীক্ষার ফি ১৫০ টাকা। দ্বিতীয় এসএমএস পাঠানোর সময় মোবাইলে পরীক্ষার ফি ও এসএমএস চার্জের জন্য মোট ১৬০ টাকা ব্যালান্স থাকতে হবে। আবেদন ফি কেটে রেজিস্ট্রেশন নম্বরসহ কনফার্মেশন এসএমএস পাঠানো হবে। এসএমএসটি পরবর্তী কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: