বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২১ পিএম

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ম্যাচের পর এবার আগামী ২১ সেপ্টেম্বর নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে আন্তজার্তিক ক্লাব ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ‘বসুন্ধরা কিংস’ এবং মালদ্বীপের ‘নিউ র‌্যাডিয়্যান্ট’ ফুটবল ক্লাব এতে অংশগ্রহণ করবে। ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্নে আয়োজনের কথা তুলে ধরে সাংবাদিক সম্মেলন করেছে জেলা ক্রীড়া সংস্থা।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামের সভা কক্ষে সাংবাদিক সম্মেলনে প্রস্তুতির কথা তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বসুন্ধরা কিংকস’র সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য আরিফ হোসেন মুন বলেন, গত ২৯ আগষ্ট আমরা সফলভাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ সম্পন্ন করে আমাদের শক্তি সামর্থ দেখিয়েছি। আমাদের এই ভেন্যুতে আন্তজার্তিক মানের ম্যাচ অনুষ্ঠিত হওয়া কোন সমস্যাই নয়।

আগের ম্যাচটির মত ১০০ টাকা দরে টিকিট বিক্রি করা হবে জেলা, উপজেলায় অবস্থিত বিভিন্ন ব্যাংকের শাখার মাধ্যমে। আমার বিশ্বাস এবারেও আমরা সফল হবো। এজন্য সবার সহযোগীতা প্রয়োজন। 

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। যাতে সুষ্ঠু ভাবে ম্যাচটি সম্পন্ন হয়। গতবারের কিছু ত্রুটি চিহিৃত করে এবার আলাদা ভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

বসুন্ধরা কিংস’র সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ জানান, দুই দলে তারকা ফুটবলারগণ খেলবেন ম্যাচটিতে। উপভোগ্য হবে দর্শকদের মধ্যে। গতবারের চেয়ে বেশি সাড়া ফেলবে এবারের ম্যাচটি। 

জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, এবারেও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ২১ হাজার টিকিট বিক্রি করা হবে ম্যাচটি উপভোগের জন্য।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: