‘চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫১ পিএম

‘চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ এ স্লোগানে ‘দেশটাকে পরিস্কার করি’ দিবস উদযাপিত হয়েছে। 

শনিবার (১৫ সেপ্টেম্বর) জামালপুরের সরিষাবাড়ীতে পরির্বতন চাই স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সরকারি বঙ্গবন্ধু কলেজে শিক্ষার্থীরা এলাকার বিভিন্ন স্থানে ময়লা আর্বজনা পরিষ্কার অভিযান পরিচালনা করে। অভিযান শেষে শিক্ষার্থীরা শহরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শপথ বাক্য পাঠ করে।     

&dquote;&dquote;

দেশটাকে পরিষ্কার করি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফিরোজ আল মামুন, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, পৌর প্যানেল মেয়র জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন, পরিবর্তন চাই এর জেলা সমন্বয়কারী শাহরিয়া আহাম্মেদ শান্ত, উপজেলা সমন্বয়কারী শুভ আহাম্মেদ প্রমুখ। 

কর্মসূচিতে শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেন। 
 
বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: