হাল চাষ করতে গিয়ে হিরে পেল কৃষক!

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৩ এএম

হতদরিদ্র কৃষক সন্তোষ সিংহ। হাল চাষ করেই জীবন চলে তার। গত কয়েকদিন আগে ওই কৃষক হাল করার সময় খেত থেকে ১২.৫৮ ক্যারেটের ওই হিরে পেয়েছেন। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা।

কয়েকদিন আগে জেলা খনিজ ও হীরে আধিকারিকের দফতরে ওই হিরেটি জমা দিয়ে গিয়েছেন ওই কৃষক। প্রতি তিন মাস অন্তর নিলাম হয়। পরের নিলামে ওই হিরে রাখা হবে।

এ বিষয়ে জেলায় দায়িত্বরত কর্মকর্তা সিংহ জানান, নিলামে ওই হিরের দাম ৩০ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। যদিও আসল দাম নিলামের পরই জানা যাবে। নিলামের পর সরকারি রয়্যালটি ও অন্যান্য কর কেটে বাকি অর্থ ওই কৃষককে দেওয়া হবে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: