কোটা আন্দোলন: ঢাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৬ পিএম

একদিকে কোটা বাতিলের প্রজ্ঞাপনসহ তিনদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগার থেকে বিক্ষোভ শুরু করেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা

বিক্ষোভটি কার্জন হল, মোকাররম ভবন, টিএসসি থেকে শাহবাগ হয়ে ফের ক্যাম্পাসে যায়। এসময় তারা মিথ্যা মামলা প্রত্যাহার করো, করতে হবে করে নাও’, ‘হামলাকারীদের বিচার করতে হবে করতে হবে’, ‘অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে দিয়ে দাও’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই’, ‘মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে নাসহ নানা স্লোগান দেন।

এদিকে কোটা পর্যালোচনা কমিটির সুপারিশকে স্বাগত জানিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান নেন ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা। তারা কোটা পর্যালোচনা কমিটির সুপারিশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন।

এ সময় ক্যাম্পাসে কেউ নাশকতা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি করেন তারা।

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: