ভালো নেই আফজাল শরীফ, সহায়তা চাইলেন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৬ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত কমেডি অভিনেতা আফজাল শরীফ বর্তমানে ভালো নেই। দীর্ঘ ৪ বছর ধরে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন ঢাকাই ছবির পাঁচ শতাধিক ছবির এ অভিনেতা।

অসুস্থতার ফলে আফজাল শরীফের পক্ষে এখন নিয়মিত অভিনয় করা সম্ভব হচ্ছে না। কিছুদিন পর পর থেরাপি নিতে হয়। চিকিৎসার জন্য মোটা অংকের টাকা ব্যয় করতে হচ্ছে তাকে। এখন অভিনয় করতে না পারায় এই মোটা অংকের টাকার যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে আফজাল শরীফকে। তাই বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার সহায়তা চাইলেন আফজাল শরীফ।

এ বিষয়ে আফজাল শরীফ বলেন, ‘প্রায় চার বছর থেকে মেরুদণ্ড, কোমর ও পায়ের ব্যথায় ভুগছি। থেরাপি নিলে কিছুদিন ভালো থাকি। আবার অসুস্থ হয়ে পড়ি। আগের মত প্রাণ খুলে শুটিংও করতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না পা ফুলে যায়। অনেকেই পরামর্শ দিচ্ছেন দেশের বাইরে চিকিৎসা নিতে। কিন্তু সেই অর্থও নেই আমার কাছে।’

কোনো পথ খুঁজে না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইলেন এই অভিনেতা। আফজাল শরীফ বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছেন। আমি আশা করছি আমার পাশেও থাকবেন। আমি আবার আগের মত অভিনয় করতে চাই। ভালো থাকতে চাই।’

এদিকে, গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নাট্যনির্মাতা জি.এম সৈকত আবেদনসহ আফজাল শরীফকে নিয়ে যান প্রধানন্ত্রীর কার্যালয়ে। ওইদিন আফজাল শরীফের চিকিৎসার খরচ বাবদ আবেদনটি জমা দেয়া হয়েছে।

নির্মাতা জি.এম সৈকত বলেন, ‘কিছুদিন আগে আফজাল শরীফ আমার নির্দেশনায় দুই নাটকে কাজ করেন। তখন দেখেছি তার শারীরিক অবস্থা ভালো না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না। পা ফুলে যায়। এছাড়া তার মেরুদণ্ড এবং কোমরের জয়েন্টের সমস্যা আছে।’

তিনি বলেন, ‘আফজাল শরীরের আর্থিক অবস্থা কেমন সে বিষয়ে আমি ভালো জানি না। তার (আফজাল শরীফ) ইচ্ছাতে শিল্পী ঐক্য জোটের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাই। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক আফজাল শরীরের চিকিৎসার জন্য সহায়তার আবেদন গ্রহণ করেছেন। শিগগির আফজাল শরীফকে ডাকবেন প্রধানমন্ত্রী।’

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: