ভূমি অধিগ্রহণ বাতিলের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৩ পিএম

সিরাজগঞ্জে কারখানাসহ ভূমি অধিগ্রহণ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুই শতাধিক নারী ও পুরুষ শ্রমিক। 

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে জিব্রাইল ট্রেডার্স প্লাস্টিক কাটিং এন্ড রিপিয়ারিং কারখানার শ্রমিকার এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করে শ্রমিকরা।

বক্তারা বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ‘মেসার্স জিব্রাইল ট্রেডার্স’  প্লাষ্টিক কাটিং এন্ড রিপিয়ারিং ফ্যাক্টরির সাথে ২ শতাধিক শ্রমিকের জীবন-জীবিকা জড়িত। কিন্তু ওই কারখানা বন্ধ করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির অনুকূলে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারখানাটি বন্ধ হলে এসব শ্রমিকরা বেকার হয়ে পড়বে। শ্রমিকদের কথা বিবেচনায় রেখে ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের জন্য আহবান জানান বক্তারা। 

এ সময় সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি যুগ্ম-আহ্ববাক নবকুমার কর্মকার, শ্রমিক লোকমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: