কেন নিলামে উঠছে সুচির ভাস্কর্য?

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫২ পিএম

দুস্থ বা পিছিয়ে পড়া সম্প্রদায়গুলোর সেবায় অর্থ সংগ্রহের জন্য উদ্যোগ নেয়া হচ্ছে মিয়ানমারে। এরই অংশ হিসেবে নিলামে বিক্রি হচ্ছে নেত্রী অং সান সুচির ব্রোঞ্জে তৈরি একটি ভাস্কর্য। এই অর্থ ব্যবহার করবে ড খিন চি ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা।

বিদেশী পন্ডিতজনরা ভীষণ শ্রদ্ধা করেন অং সান সুচিকে। তার প্রতি এক রকম শ্রদ্ধা প্রকাশ করা হবে এই নিলামের মাধ্যমে। আর নিলামটি করা হচ্ছে দাতব্য সেবার জন্য।

&dquote;&dquote;

বলা হয়েছে, এই ফাউন্ডেশন ও সেডোনা হোটেল ইয়াঙ্গুন যৌথভাবে এই নিলাম আয়োজন করবে। তহবিল সংগ্রহের এ উদ্যোগ সম্পর্কে সংবাদ সম্মেলন করেছেন থান্ট থ কাউং।

তিনি বলেছেন, নিলামে ওই ভাস্কর্যটি বিক্রি করা হবে ৫ কোটি কিয়াতে। একটি কাচপাত্র বিক্রি করা হবে ২০ লাখ কিয়াতে।

&dquote;&dquote;

আর জেড পাথরে তৈরি গলার একটি হার বিক্রি করা হবে এক কোটি কিয়াতে। এই মূল্য ডাকা হবে নিলামে।

আগামী ৫ অক্টোবর চ্যারিটি গালা নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানেই নিলাম ডাকা হবে। এরই মধ্যে সেই নৈশভোজের টিকিট বিক্রি শুরু হয়েছে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: