এক সানি দেখল আরেক সানিকে! এরপর...

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫১ এএম

অমিতাভ বচ্চন, অনিল কাপুর, শাহরুখ খান কিংবা সালমান খানের সঙ্গে এক সারিতে এবার সানি লিওন। রাজধানীর মাদাম তুসোর মিউজিয়ামে বসল সানি লিওনের মূর্তি।

বলিউডে সাফল্য পাওয়ার পর মাদাম তুসো জাদুঘরে মোমের মূর্তি হতে পারা বিশাল সৌভাগ্য সব তারকার জন্য। সেদিক থেকে পর্ন অভিনেত্রী থেকে বলিউডে জায়গা করে নেওয়ার মতো বিরল কাজটি করে দেখানোর পর মাদাম তুসোর মোমের মূর্তি হয়ে বিশাল গৌরব অর্জন করলেন বহুল আলোচিত এ অভিনেত্রী। দিল্লিতে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে সানি নিজেই উদ্বোধন করলেন সেই মূর্তির।

&dquote;&dquote;

সানি বলেন, ‘আমি অসম্ভব খুশি এ মূর্তিটা দেখে। এত নিখুঁত এটা। অনেক দিন ধরে অনেক শিল্পীরা মিলে চেষ্টা করছেন আমার এ মূর্তিটা তৈরি করতে। এ ধরনের কাজ অত্যন্ত প্রশংসনীয়।’

সানির কথায়, ‘এ মিউজিয়াম মানুষের কাছে একটা অন্যতম আকর্ষণের কারণ। আর সেই মিউজিয়ামেই তার মূর্তি বসল। এটা ভেবেই তার অসম্ভব ভালো লেগেছে।’

&dquote;&dquote;বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ সানি। বললেন, ‘নিজের মূর্তি দেখে আমি খুব এক্সাইটেড। অত্যন্ত সম্মানিত বোধ করছি এ রকম একটা সংগ্রহশালায় আমার মূর্তি বসানোয়।’

তবে শুধু সানি নন, তার স্বামী ড্যানিয়েল ওয়েবারও উচ্ছ্বাস প্রকাশ করেন সানির মূর্তি দেখে। নিজের ছবি ও ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

&dquote;&dquote;

সানি এর আগেও জানিয়েছিলেন, ‘মাদাম তুসোয় মূর্তি বসানোর জন্য আমায় সিটিং দিতে হয়েছিল শিল্পীদের সঙ্গে। এটা অসম্ভব ভালো একটা অভিজ্ঞতা। এটা আমি কখনো ভুলতে পারব না।’

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: