রনির ২ এর পর সাকিবের ৩

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৯ পিএম

একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচেই দুর্দান্ত বল করছেন পেসার আবু হায়দার রনি। তার দুই উকেট প্রাপ্তির পর ৩ উইকেট তুলে নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এই দুজনের বাইরে এখনও কেউ কোনো উইকেট লাভ করতে পারেননি। অন্যদিকে হাশমত শাহিদির দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। ৫৬ রানে অপরাজিত রয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১৪৫/৫ (৩৫ ওভারশেষে)
শাহিদি ৫৬*, শেহজাদ ৩৭
সাকিব ৩/৩২

দুই দলের স্কোয়াড:

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদ উল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার রনি।

আফগানিস্তান একাদশ: মোহাম্মাদ শেহজাদ, ইহসানউল্লাহ, রহমত শাহ, হাশমত শাহিদি, গুলবাদিন নায়িব, আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মাদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: