ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২২ এএম

ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে আগামী ৬ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদফতর।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. নূরুজ্জামান।। বিশেষ অতিথি ছিলেন কোস্টগার্ডের দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার নুরুজ্জামান শেখ, জেলা মৎস্য কর্মকর্তা মো. সাজদার রহমান ও নৌ-পুলিশ সুপার মো. কফিল উদ্দিন।

সভায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতি উপজেলায় মা ইলিশ রক্ষায় পাহারার ব্যবস্থা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার সমন্বয়ে আলোচনা সভা, জেলেদের সরকারি খাদ্য সহায়তা সঠিকভাবে বিতরণ, মা ইলিশ রক্ষাকালীন সময়ে জেলেদের নিকট হতে সব এনজিওর সাপ্তাহিক কিস্তি নেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসন এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে সভায় জানানো হয়।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: